Monday, September 2, 2013
আগেকার দিনে যখন রাজারা মেয়েদের নাচ দেখতেন তখন
সাধারণ মানুষ এটাকে অশ্লিলতা বলত, আর
ঐ মেয়েকে সাধারণ মানুষ নর্তকী বলেই জানত কিন্তু ঐ নর্তকীই এখন সাংষ্কৃতিক
ব্যাক্তিত্ব!তখনকার দিনে কোন পিতা তার মেয়েকে নর্তকী বানাতে চাইতেন না এবং কোন
মেয়েও খুব সহজে নর্তকী হতে চাইত না।কিন্তু এখন দেখি সমাজের প্রভাবশালী ব্যাক্তির
মেয়ে মঞ্চে উঠে হাজার হাজার পুরুষের সামনে সংষ্কৃতি চর্চা করছে!!!নিশ্চয় বুঝে
নিয়েছেন?লিখলে ভাষার শালীনতা থাকত না।তাহলে একথা স্পষ্ট যে, এক সময়কার অশ্লীলতা বর্তমানের সংষ্কৃতিচর্চা।তাহলে বর্তমানে আমরা অশ্লীলতা
কাকে বলছি?মিনি আর স্কার্ট তো এখন কমন ব্যাপার, তাহলে অশ্লিলতা বলতে এখনকার মানুষ আর খারাপ পোশাক পরাকে বুঝায় না বরং
অশ্লীলতা বলতে বুঝায় প্রকাশ্যে শারিরীক সম্পর্ককে তাও একটা কথা থেকেই যায় পদ্মা
গার্ডেন, ফয়েস লেক,রমনা বটমূল, জিয়া
উদ্যান, রেইনউইকে জোড়ায় জোড়ায় যে অপকর্ম ঘটে তা যদি সরকার অশ্লীলতাই ধরতো তবে এর
বিরুদ্ধে ব্যবস্থা নিত।তালে আমরা আজকে যেটাকে অশ্লীলতা বলি 30 বছর পরে তা হবে 'সংষ্কৃতি চর্চা আর গণতান্ত্রিক অধিকার' এতে সন্দেহ আছে কি?রাস্তার কুকুরের মত হয়তো দেখবেন এদের অশ্লীল
সংষ্কৃতিচর্চা।
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment