Monday, September 2, 2013

হোয়াট ইজ আহলে হাদিস???? হোয়াট ইজ হানাফি, মালিকি, সাফিয়ি, ইলিয়াছি, মউদুদি, যাকিরি,কাদিয়ানি, খারেজি, ব্লা ব্লা ব্লা.........। মুসলমান রাই একমাত্র জাঁতি যারা ধর্ম নিয়ে গবেষণা না করেই উপাসনা শুরু করে দেয়। কুনো এক মিয়াজি সাহেব একটু বিগলিত কণ্ঠে কিছু একটা বলল আর আ্মরাও তাই মেনে নিলাম।একবারও ভাবলাম না এটা সত্যই ধর্মে সহি কিনা । যার ফলাফল হচ্ছে মাজার পুজা, পায়ে হাত দিয়ে সালাম, মাজার সেজদা, পীর অলিদের নবিদের চেয়ে বড় মনে করা, আলি(রা) কে আল্লাহ্‌ এর পুত্র মনে করা, নবী (সঃ) মাটির না নুরের তৈরি টা নিয়ে নাক ফাটান , তাব্লিগ ভালো না জামাত ভালো, পিরের পায়ে তেল মালিশ,নামাজের পর দোয়া করা, ভাগ্যের জন্য বিশেষ দিন মানা,...... আরররররো কত্ত কি। অন্য কুনো ধর্মে এত মারামারি, যুক্তিবাদী, তর্কবাগীশ নাই। এর জন্য শান্তির ধর্ম ইসলাম আজ শান্তি খুজে গুগল, টুইটারে, ফেসবুক এর পাতায় । আমাদের নবী (সঃ) মুসলাম ছিলেন। ব্যাস। এর বাইরে যে যুক্তি খারা করবে সেই শয়তান।তার মাঝেই ইসলাম নিয়ে দ্বিধা আছে। সহি হাদিস আর কুরআন যেখানে এতবড় প্রমান তার পরেউ এত যুক্তি কিসের??? যেখানে স্বয়ং নবী(সঃ) নিজে বলে গেছেন " বনী ইসরাইল রা ৭২ গুত্রে বিভক্ত ছিল, আমার উম্মতেরা ৭৩ গুত্রে বিভক্ত হবে, যার মধ্যে শুধু ১ টা গুত্রই জান্নাতে যাবে যারা শুধু আমাকে অনুসরণ করবে, " আজ আমরা কাকে অনুসরণ করছি? আজ কেউ ক্ষমতার লুভে নাস্তিকদের কে, কেউ আবার সাম্রাজ্যের লোভে ইহুদিদের কে, কেউ আবার ইসলামের মাঝে থেকেউ মুনাফিক দের কে। দ্বীন এর কথা শুনলেই বলে উঠি, বেশি জানা ভালো না।কেউ শুনাতে গেলেই শুনি" ওরকম আমরাউ জানি' এতোই যখন জানি আমরা, আজ আমাদের এরকম অবস্থা কেন??? অন্য ধর্মের কোন প্রকার দোষারপ আমি কেন করব যেখানে আমাদের ধর্মেই হাজার বিভক্তি??? নিজেরাই তো ধর্মের ট্যাগ লাগায়া ব্যবসা করতেছি দিনেরাতে। কিছুদিন আগে একজনের মুখে শুনেছিলাম একটা কথা" বাবা আজকাল নিজের মুক্তিজুদ্ধা বলে পরিচয় দিতে লজ্জা পাই" আমি বলব সেই দিন আর বাকি নাই যেদিন আমরাউ নিজেদের কে মুসলমান বলে পরিচয় দিতে লজ্জা পাব। যদি না এই সব গুত্র বাদ দিয়ে বুকে হাত দিয়ে বলতে পারি আমি মুসলাম...।শুধুই মুসলাম।

No comments:

Post a Comment